দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা, খয়রাসোল ব্লকের কৃষ্ণপুর বড়জোড়ে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের কৃষ্ণপুর বড়জোড় সংসদের তৃনমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। রবিবার চুড়ান্ত পর্যায়ের খেলায়
মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার মাধাইপুর একাদশ ফুটবল দল ও বনশল একাদশ ফুটবল দল।মাধাইপুর একাদশ ফুটবল দল বিজয়ী এবং বনশল একাদশ ফুটবল দলকে বিজিত ঘোষণা করা হয়। এদিন বিজয়ী দলের হাতে ৩০ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে ২৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি খেলায় ম্যান অফদি ম্যাচকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ম্যান অফদি সিরিজ,বেষ্ট প্লেয়ার,বেষ্ট গোলকিপার ও চুড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। এদিন উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে-আজকের দিনে সমাজের যুবক যুবতীরা মোবাইলে ব্যস্ত ।তাদের উদ্যেশ্যে বার্তা তোমরা মোবাইল ছেড়ে মাঠে এসো,শরীরচর্চা করো।খেলাধুলায় মনমানসিকতা স্থির থাকে,শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,নীরোগ শরীর গঠন হয়।একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃনমুল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা,খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে,তৃনমূল ব্লক নেতৃত্ব তরুন তপন ব্যানার্জী,কেন্দগড়ে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাশ বাউরী,সমাজসেবী গনেশ আচার্য্য,রাজীব খাঁ,কৃষ্ণপুর তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি রাহুল সুত্রধর,চেয়ারম্যান নির্মল মন্ডল,বড়জোড় বুথ সভাপতি অরুন বাউরী,চেয়ারম্যান তপন বাউরী,তৃনমুল কর্মী মাধাই পাত্র,দীপক বাউরী,লালন বাউরী প্রমুখ।