দুই পুলিশ আধিকারিকের ত‍ৎপরতায় হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড ফিরে পেল মাধ্যমিক পরীক্ষার্থী

Spread the love

দুই পুলিশ আধিকারিকের ত‍ৎপরতায় হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড ফিরে পেল মাধ্যমিক পরীক্ষার্থী

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-

  পেশার জগতে আইনশৃঙ্খলা রক্ষা করা মূল দায়িত্ব হলেও সমাজের প্রতিও যে তাদের একটা দায়বদ্ধতা আছে বারবার তার প্রমাণ দিয়ে চলেছেন রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিকরা।

    ইতিহাস পরীক্ষার শেষে ভুল করে পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ফেলে আসে গুসকরা নদীপটি এলাকার জনৈক পরীক্ষার্থী। সে গুসকরা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বাড়িতে ফিরে কার্ডটি তার ব্যাগের মধ্যে দেখতে না পেয়ে পরের দিন কীভাবে পরীক্ষা দেবে এই চিন্তায় মেয়েটি হতাশায় ভেঙে পড়ে। এমন সময় গুসকরা পুলিশ প্রশাসনের কাছ থেকে তার বাড়িতে ফোন যায়। অভিভাবককে সঙ্গে নিয়ে গুসকরা ট্রাফিক গার্ডের কার্যালয় থেকে সে তার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে। সে ও তার অভিভাবক হাঁফ ছেড়ে বাঁচে এবং পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

  জানা যাচ্ছে, হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে তার গুরুত্ব বুঝে যুদ্ধকালীন ভিত্তিতে ত‍ৎপর হয়ে ওঠে গুসকরা পুলিশ প্রশাসন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার্থীর বাড়ির খোঁজ পাওয়া যায় এবং অবশেষে তার হাতে কার্ডটি তুলে দেওয়া হয়। 

   গুসকরা পুলিশ ফাঁড়ির ওসি সৌরভ দত্ত বললেন, কন্যাসমা মেয়েটির হাতে তার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ডটি তুলে দিতে পেরে আমরা খুব খুশি। ও এবং প্রত্যেক পরীক্ষার্থীদের প্রতি আমাদের শুভেচ্ছা রইলো। একই সুর শোনা গেল গুসকরা ট্রাফিক গার্ডের ওসি বিশ্বনাথ পাইনের কণ্ঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *