দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উৎসবকে ঘিরে তৃনমূল কাউন্সিলরদের গোষ্ঠীদ্বন্দ্ব, অনুষ্ঠান বয়কটের ডাক
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। প্রাক প্রস্তুতি হিসেবে দুর্গা পুজার পরপরই তৃণমূল কংগ্রেস ব্লক ও শহর ভিত্তিক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করে অন্য রাজনৈতিক দলের থেকে এক কদম এগিয়ে থাকার লক্ষ্যে। কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে তৃনমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দের চিত্র প্রকট হয়ে উঠছে। সেরূপ রবিবার দুবরাজপুর পৌরসভার ১৬ সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের মধ্যেই প্রকাশ্যে আসে সংঘাতের চিত্র। জানা যায় দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উপলক্ষে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লিফলেট ছেপে বিতরণ করা হয়। সেখানে ১০ ই নভেম্বর থেকে ১৭ ই নভেম্বর পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৌরসভার সুবর্ণজয়ন্তী বছরের উৎসবকে ঘিরে প্রকাশ্যে ১১ জন কাউন্সিলর তাদের ক্ষোভ ব্যক্ত করেন। সম্মিলিত আলোচনা না করেই এককভাবে অনুষ্ঠানের চূড়ান্ত সিদ্ধান্ত নেন পৌর প্রধান ও উপ পৌরপ্রধান বলে অভিযোগ কাউন্সিলরদের। এই অভিমানেই অনুষ্ঠান বয়কট ঘোষণা করলেন ১১ জন কাউন্সিলার। যাদের মধ্যে চারবারের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জী, সাগর কুণ্ডু, সনাতন পাল, বনমালী ঘোষ, ভাস্কর রুজ ও বাকি কাউন্সিলরদের প্রতিনিধি হিসেবে তারক গড়াই, সেখ নিজাম উদ্দিন, কল্যান চক্রবর্তী, গুরূপদ দাস ও তারক বাগদি। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে এবং উপ পৌরপ্রধান মির্জা শওকত আলী বহিরাগত কিছু লোকজনদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়েই লিফলেট ছাপিয়েছেন। অনুষ্ঠান সম্পর্কে আমাদের জিজ্ঞেস পর্যন্ত করেননি। আমাদেরও পরিকল্পনা ছিল নতুনত্ব কর্মসূচির মাধ্যমে আরো ভালো অনুষ্ঠান করার। কিন্তু দুর্ভাগ্য মিটিং কোনো ডাক পাইনি । লিফলেট ছাপা হয়েছে সেটা পর্যন্ত শুনতে পেলাম অন্যজনের কাছে। সেই প্রেক্ষিতে আমরা ১১ জন কাউন্সিলর ও তার প্রতিনিধিরা একযোগে মিলিতভাবে দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান সেটা বয়কট করলাম।
বয়কটের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে জানান, কাউন্সিলররা কেন এমন করল জানা নেই। যদিও প্রত্যেকটা মিটিংয়ে কাউন্সিলরদের মতামত সাপেক্ষে পৌরসভার উৎসবের অনুষ্ঠানের লিফলেট ছাপানো হয়েছে। যদি কোনো কিছু বলার ছিল সেটা সরাসরি আমাকে এসে জানালে ভালো হতো। প্রকাশ্যে তৃণমূলের কাউন্সিলরদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহার বক্তব্য। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত থাকুক। পৌরসভার ৫০ বছর পূর্তিতে কাউন্সিলরদের ব্রাত্য রাখা হচ্ছে।
