দুবলি গ্রামে লক্ষ্মীপূজোর উদ্বোধনে রাইপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ।

Spread the love

দুবলি গ্রামে লক্ষ্মীপূজোর উদ্বোধনে রাইপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ।


শুভদীপ ঋজু মন্ডল। বাঁকুড়া:—-জঙ্গলমহলের রাইপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম এলাকা দুবলি। এই গ্রামে সবুজ সংঘের উদ্যোগে আজ দীর্ঘ কুড়ি বছর ধরে ধুমধামের সঙ্গে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো। আজ ফিতে কেটে আরতির মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসকন আউটপোস্ট রাইপুর এর অধ্যক্ষ রসময় আনন্দ কৃষ্ণ দাস। সাথে ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সঞ্জয় মন্ডল, ধানাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু মান্ডি, সংঘের সভাপতি শুভেন্দু সন্নিগ্রহী, সহ-সভাপতি সুজিত কুমার সন্নিগ্রহী ,সম্পাদক মৃন্ময় রথ সঞ্জীব রথ ,কোষাধক্ষ্য প্রদীপ সন্নিগ্রহী সহ সংঘের অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ ও গ্রামবাসী বৃন্দ। এই পুজো কে ঘিরে চার দিনের নানা সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে দুবলি সাংস্কৃতিক মঞ্চে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মঙ্গলবার রক্তদান শিবির এছাড়া রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা জাদু খেলা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুন্দন কুমারের নাইট। সংঘের সম্পাদক মৃন্ময় রথ বলেন এটি আমাদের কুড়ি তম বর্ষের পূজো এই পুজোটি আমাদের এলাকার প্রাণ। গ্রামের যে সমস্ত মানুষজন চাকরি-সুত্রে বাইরে থাকেন তারা সকলেই এই কোজাগরি লক্ষ্মী পুজোতে বাড়িতে আসেন এবং পূজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওপর এক সদস্য সন্দীপ রথ বলেন গ্রামবাসী সহ এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আমরা ডানান সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে এই পুজোটি করে আসছি। এবছর আমাদের পুজোর উদ্বোধনে আমরা বিশিষ্ট কৃষ্ণ প্রেমি রাইপুর ইসকন মন্দির অধ্যক্ষ রসময় আনন্দ কৃষ্ণ দাস কে পেয়ে আনন্দিত ও গর্বিত।। উদ্বোধক রসময় আনন্দ কৃষ্ণ দাস বলেন লক্ষ্মী জনার্দন হলেন জগতের পালনকর্তা। এই গ্রামের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। আজ পুজো উদ্বোধন উপলক্ষে শতাধিক শিশুর হাতে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। সংঘের সদস্য গণেশ সন্নি গ্রহী, প্রলয় সন্নিগ্রহী সোমনাথ সন্নিগহী,মানস রথ, দেবদুলাল সন্নিগহী ,দেবদাস সন্নিগ্রহী রা বলেন এই লক্ষী পুজোতে আমরা দুর্গাপুজোর থেকেও বেশি আনন্দ উপভোগ করি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু থেকে বৃদ্ধরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *