দুর্গা উৎসবকে সামনে রেখে ভাতারের বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ২০০ মানুষকে নতুন বস্ত্র বিতরণ।
কর্মসূচি চলল শনিবার তিনটে ত্রিশ মিনিট পর্যন্ত।
পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে প্রতি বছরের নাই এ বছরও এলাকার দুস্থ গরিব মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়া হল দূর্গা উৎসবকে সামনে রেখে।
পাশাপাশি এই আশ্রম সারা বছর নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে।
প্রতিবছর রক্তদান শিবিরের আয়োজন করে এই আশ্রম।
এলাকার মানুষের রক্তের প্রয়োজন হলে এই আশ্রম আগে এগিয়ে আসে।
পুজোর আগে এই নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।