দুর্গাপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে হতে চলেছে দূষণ রোধ সংক্রান্ত সচেতনতার ম্যারাথন দৌড়

Spread the love

দুর্গাপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে হতে চলেছে দূষণ রোধ সংক্রান্ত সচেতনতার ম্যারাথন দৌড়

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান-:

   প্রতিষ্ঠিত হওয়ার পর গত ত্রিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে চলেছে দুর্গাপুরের একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান দূষণের দিকে লক্ষ্য রেখে গত তিন বছর ধরে পরিবেশ দূষণ রোধের জন্য তারা এলাকাবাসীদের সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলি পরিচর্যার বিষয়ে উৎসাহ দিয়ে চলেছে। এমনকি নিজেরাও একই কাজ করে চলেছে। আবার তারই নমুনা পেতে চলেছে দুর্গাপুরবাসী। 

 গত বছর গ্রীষ্মকাল শুরু হয়েছিল প্রায় ৪০° সে. তাপমাত্রার হাত ধরে। একসময় সেটা বাড়তে বাড়তে প্রায় ৫০°সে. এর কাছাকাছি পৌঁছে যায়। অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে কচিকাচাদের বাঁচাতে সরকার বিদ্যালয়ের গ্রীষ্মের ছুটি বাড়াতে বাধ্য হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা যেভাবে দূষণ বাড়ছে তাতে এবার হয়তো তাপমাত্রা ৫০°সে. ছাড়িয়ে ধীরে ধীরে মানুষের সহনশীলতার বাইরে চলে যাবে। এককথায় পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

  ওদিকে শিল্পের হাত ধরে শিল্পশহর দুর্গাপুরের

দূষণের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। এই দূষণ রোধ করতে পারে বৃক্ষ। অথচ পরিস্থিতির কথা চিন্তা না করে উন্নয়ন এবং রাস্তা সম্প্রসারণের নাম দিয়ে নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন। এটা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সক্রিয়তা দেখা যাচ্ছেনা। নিজেরা পরিবেশ দূষিত করলেও কলকারখানার মালিকরাও দূষণ নিয়ন্ত্রণের জন্য সেভাবে উদ্যোগ নিচ্ছেনা।

   এই পরিস্থিতিতে দূষণ রোধে দুর্গাপুরের সাধারণ মানুষের মধ্যে পরিবেশ রক্ষা সংক্রান্ত    সচেতনতার বার্তা দিতে ১০ কিমি. ব্যাপী এক ম্যারাথন দৌড়ের আয়োজন করতে চলেছে বিধাননগরের ‘দুর্গাপুর সোসাইটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স’ অর্থাৎ ডিএসএমএস নামক একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। জানা যাচ্ছে আগামী ২৫ শে জানুয়ারী সংস্থার নিজস্ব ভবনের সামনে থেকে 'রান ফর এনভায়রনমেন্ট' ম্যারাথন দৌড় শুরু হবে এবং শহরের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে শুরুর জায়গাতেই শেষ হবে। পুরুষ ও মহিলা  প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সফল প্রতিযোগীদের পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল, শংসাপত্র ও টি-শার্ট দেওয়া হবে।

    সম্প্রতি একঝাঁক শিল্পপতি ও বিশিষ্টদের উপস্থিতিতে ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলনের। সেখানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদিকা শিউলি মুখোপাধ্যায় উপস্থিত সাংবাদিকদের সামনে তাদের এই পরিকল্পনা তুলে ধরেন। 

   তিনি বলেন, বিভিন্ন কারণে প্রতিনিয়ত আমাদের প্রিয় শহর দুর্গাপুরের দূষণমাত্রা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে চলছে বৃক্ষচ্ছেদন। দূষণের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলি পরিচর্যার বিষয়ে যত্নবান হতে হবে। এলাকাবাসীর মধ্যে সেই সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই ম্যারাথনের আয়োজন করেছি। তার আশা, কয়কশ পুরুষ-মহিলা সচেতনতার বার্তা দিতে দিতে বাড়ির পাশ দিয়ে যাবে তখন মানুষের মনে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবেই এবং তার সুফলও পাওয়া যাবে।

   সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য  বিশিষ্ট ব্যক্তিরা এলাকায় দূষণরোধ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের ওপর জোর দেনদিন জানান তিনি। 'পলিউশন ফ্রি সলিউশন ট্রি' স্লোগানের মধ্যে দিয়ে সাংবাদিক সম্মেলনের পরিসমাপ্তি হয়।

    এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিবেকানন্দ হাসপাতালের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা সজল শর্মা ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা সন্দীপন সীল, দুর্গাপুর রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য দীপক সেন এবং ডিএসএমএস কলেজের ইনস্টিটিউট অফ নার্সিং-এর অধ্যক্ষ ড. মিধু কুরিয়ান, ট্যুরিজম অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যক্ষ ড. মৌমিতা কর, রোটার‍্যাক্ট ক্লাবের ছাত্র সভাপতি সৌরভ চ্যাটার্জি, গ্রাফাইট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যক্তিগত প্রশাসনিক কর্মকর্তা অয়ন ব্যানার্জি ও সুদীপ্ত ব্যানার্জি, এসএমআরএস  প্রিন্ট টেকনোলজির সার্ভিস ম্যানেজার (কলকাতা) তারকেশ্বর শর্মা সহ ডিএসএমএস এর ব্রাণ্ডিং ও মার্কেটিং ম্যানেজার রীনা রায় ও প্রতিষ্ঠাতা সম্পাদিকা 

শিউলি মুখার্জি সহ শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রত্যেকেই সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *