দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ

Spread the love

দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ

কাজী নূর।। অবশেষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে উপ- সচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হলো।
সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর ( উপ- সচিব, রফতানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও এই আদেশে জানানো হয়েছে। তবে যারা আগেই আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানায়, কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ- হাইকমিশনের মাধ্যমে সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে আবেদন করেছে। পরে হাইকমিশন কতৃপক্ষ বিষয়টি বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।

উল্লেখ্য, একটানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ মাছ রফতানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইলিশ রফতানি বন্ধ ছিল। ২০১৯ সাল থেকে আবারো ভারতে ইলিশ রফতানি শুরু করা হয়। ভারতের ব্যবসায়ীরা প্রতি বছর দুর্গাপূজায় পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা বাংলাদেশেকে জানিয়ে থাকেন। গত বছর বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানি করা হয়।

ইলিশ মাছ রফতানি প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গত ১১ আগস্ট সাংবাদিকদের বলেছিলেন, ‘দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রফতানি হবে সেটা হতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *