কমল বড়া,
পূর্ব বর্ধমান: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির তরফে | এদিন মেমারি থানার ২৪ নং বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি | রাজ্য নেতা ভীষ্মদেব ভট্টাচার্য এর নেতৃত্বে মিছিল করে পঞ্চায়েত দপ্তর প্রাঙ্গণে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা |
ছিলেন ২৪ নং মন্ডল বিজেপি সভাপতি উজ্জল দে , বর্ষিয়ান নেতা শৈলেন বিশ্বাস, চন্দ্রশেখর সাউ, সন্তোষ রায় এর মত বিশিষ্ট নেতারা এদিন বিক্ষোভ শেষে পঞ্চায়েত অফিসে প্রধান সাহেবের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠকের পর দাবি পত্র তুলে দেন পঞ্চায়েত প্রধান সঞ্জয় ক্ষেত্রপালের হাতে |
দীর্ঘদিন ধরেই দেবীপুর পঞ্চায়েতের নানা কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে শাসকদলের মধ্যেও | তেমনই ইস্যু নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে | এর মধ্যে রাস্তা না হওয়া, একশো দিনের কাজ না পাওয়া, নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, বার্ধক্যভাতা না মেলার মতো অভিযোগ রয়েছে |
এদিনের এই ডেপুটেশনের প্রায় হাজার খানেক বিজেপি কর্মী হাজির হয়েছিলেন স্মারকলিপি দিতে |
ডেপুটেশন কে ঘিরে দেবীপুর পঞ্চায়েত টানটান উত্তেজনা এবং মেমারি বিশাল পুলিশ প্রশাসনের ব্যাবস্হা ছিল চোখে পড়ার মতো |