দেশজুড়ে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সরব হলেন বাউল শিল্পী

Spread the love

দেশজুড়ে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সরব হলেন বাউল শিল্পী

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

    অন্যান্য ক্ষেত্রে যতই মতের অমিল থাকুক না  কেন সাংবাদিক নিগ্রহের ক্ষেত্রে, ডান বা বাম, শাসক ও বিরোধী উভয় দলের মধ্যে একটা অলিখিত মিল দেখা যায়। ভারতীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম হলেও তার সৈনিক সাংবাদিকদের ঊপর অত্যাচার দিনদিন বেড়েই চলেছে। দেওয়া হচ্ছে  প্রাণনাশের হুমকি।     তাইতো উত্তরপ্রদেশে সিদ্দিক কাপ্পানকে জেলে ভরে দেওয়া হয়, সরকারকে প্রশ্ন করার অপরাধে পুণ্য প্রসূণ বাজপেয়ী, অভিসার শর্মা বা রভিশ কুমারদের চাকরি চলে যায়। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলায় তদন্তের মুখে পড়তে হয় এই রাজ্যের একটি বৈদ্যুতিন মাধ্যমকে। পরঞ্জয় গুহঠাকুরতা, সুবোধ বর্মা সহ একাধিক প্রবীণ সাংবাদিকের বাড়িতে তল্লাশি সহ তাদের জেরা করা হয়। সরকারের দিকে অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেওয়ার অপরাধে নিউজ়ক্লিক'এর সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে 'সন্ত্রাস দমন' আইনে গ্রেপ্তার করা হয়। আসলে দেশের কোনো রাজনৈতিক দল কখনোই নিজেদের বিরুদ্ধে কোনো অস্বস্তিকর প্রশ্ন পচ্ছন্দ করেনা। 

    এই পরিস্থিতিতে সঙ্গীতকে হাতিয়ার করে সম্প্রতি সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে পথে নামলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী স্বপন দত্ত বাউল। বর্ধমান রেল স্টেশন চত্বরে দাঁড়িয়ে বাউল গানের মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে দেন তিনি। শিল্পী হিসাবে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নিজের লেখা ও সুরে বাউল গানে ও বক্তব্যের মাধ্যমে তিনি বারবার সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *