দৌড়ে এগিয়ে চলেছে এগরার অভিজ্ঞা সাউ

Spread the love

জুলফিকার আলি,

এগরার সপ্তম শ্রেণীর পড়ুয়া অভিজ্ঞা সাউ ( বিনি) দৌড় (এথেলেটিক) প্রতিযোগিতায় ক্ষেত্রীয় স্তরের সোনার মেডেল পেয়ে তাক লাগাল সকলকে। আগামী দিনে জাতীয় স্তরের প্রতিযোগীতায় অংশ নিচ্ছে অভিজ্ঞা। ফলে জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ পেয়ে নজির পড়লো সপ্তম শ্রেণীর এই ছাত্রী। বর্তমান সময়ে গ্রামের মেয়েরাও বিভিন্ন খেলাধূলায় চমকে দেওয়ার মত পারফরম্যান্স তুলে ধরছে। তারই নিদর্শন রাখল
দৌড় প্রতিযোগিতায় এগরার মেয়ে অভিজ্ঞা সাউ। বাড়ির সবাই আদরে ডাকে বিনি বলে। তার এই সাফল্যে উচ্ছসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সকলে। অভিজ্ঞার বাড়ি এগরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের। খুব ছোট থেকেই খেলাধুলোর প্রতি ভীষণ ঝোঁক অভিজ্ঞার। খেলাধুলোর পাশাপাশি নাচ, গান, পড়াশোনায় ও সমান পারদর্শী। এগরা স্বরস্বতী শিশু মন্দির স্কুলের ছাত্রী অভিজ্ঞা। এই সাফল্যে ভীষণ খুশি শিক্ষক শিক্ষিকা সকলেই। স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ করমহাপাত্র বলেন ভীষণ ভালো লাগছে অভিজ্ঞার এই সাফল্যে, সামনেই জাতীয় স্তরে খেলবে অভিজ্ঞা, ওখানে ভালো ফল করতে পারলে দেশের হয়েও খেলার সুযোগ রয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। পাশাপাশি স্কুলের পক্ষ থেকে অভিজ্ঞাকে মিষ্টিমুখ করিয়ে দেন প্রধান শিক্ষক। অভিজ্ঞার মা অনিন্দিতা সাউ শাসমল জানিয়েছেন, আমরা খুব আনন্দিত এবং গর্বিত, প্রথমবার এতো বড় সুযোগ পাচ্ছে এটা আমাদের কাছে আনন্দের। প্রত্যেকদিন সকাল ৪ টা থেকে ৭ টা ৩ ঘন্টা মাঠে প্রাকটিস করতো। ওর বাবা ওকে ভীষণ উৎসাহিত করে। ওর কোচ রঞ্জিত ঘোড়াই ওকে যথেষ্ট ভালো প্রশিক্ষন দিয়েছে। আমাদের আসা আরও অনেক আগে যাবে। সেই চেষ্টা আমরা মা বাবা হিসেবে অবশ্যই করবো। ৩০/৩১ শে অক্টোবর ব্যাঙ্গালোরে জাতীয় স্তরে অংশগ্রহণ করছে অভিজ্ঞা। এলাকাবাসীর কাছে তাঁর সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন পরিবারেরর লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *