দ্য জুট অপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ।

Spread the love

দ্য জুট অপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন

শুভ ঘোষ,

কলকাতা ওয়াই.এম.সি.এ চৌরঙ্গী বিল্ডিং এর দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের এর আয়োজন করা হয়।এখানে উপস্থিত ছিলেন অতিথি কমিশনার ও সেক্রেটারি শ্রী মলয় চন্দন চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর jci চন্দন চক্রবর্তী ,ম্যানেজিং ডিরেক্টর jci শ্রী অজয় কুমার জলি , জে.সি.আই.এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী অমিতাভ সিনহা আরো অনেক বিশিষ্টিবর্গ।২০২৩ সালে এই সংস্থাটি ৫২ বছরে পদার্পণ করলো। ভারতবর্ষে তৎকালীন যুগ থেকে পাট শিল্পে বিশেষভাবে গুরুত্ব রয়েছে।তার থেকে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হওয়াতে ভারতবর্ষে ধান গমের পাশাপাশি পাট একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *