‘দ্য বেঙ্গল ফাইলস’র বাংলায় মুক্তি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

Spread the love

 ‘দ্য বেঙ্গল ফাইলস’র বাংলায় মুক্তি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

মোল্লা জসিমউদ্দিন, 

বিতর্কিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার মুক্তি নিয়ে মঙ্গলবার  জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ‘রাজ্যের  সমস্ত সিনেমা হলঘরে দেখানো হোক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা’, এই আবেদন নিয়ে এদিন কলকাতা  হাইকোর্টে মামলা করলেন  এক ব্যক্তি। মামলাকারীর  যুক্তি, -‘সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া কোনও সিনেমা দেখা নাগরিকের মৌলিক অধিকার’।তা থেকে কাউকে বঞ্চিত করা যায় না। ছবি মুক্তি নিয়ে আদালত হস্তক্ষেপ করুক, এই আর্জি জানিয়েছেন আবেদনকারী। দ্রুত হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে । প্রসঙ্গত,  চলতি মাসের প্রথম সপ্তাহেই সিনেমা নিয়ে অন্যতম চরিত্র ‘গোপাল পাঁঠা’ ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ। এদিন হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় জানানো হয়েছে, -‘বাংলায় ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তিতে আপত্তির অর্থ  হলো শিল্পের পথে বাধা তৈরি করা। একইসঙ্গে এ রাজ্যের মানুষকে পছন্দসই সিনেমা দেখার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। এছাড়া সিবিএফসি -এর ছাড়পত্র পাওয়া কোনও সিনেমার মুক্তিতে বাধা দেওয়ার অর্থ আইন লঙ্ঘন। বাংলা ছাড়া দেশের সর্বত্রই সিনেমার প্রদর্শন হচ্ছে, কোথাও কোনও বাধা নেই।  ১৯৪৬ সালে ‘গ্রেটার ক‌্যালকাটা কিলিং’-এর দোর্দণ্ডপ্রতাপ চরিত্র গোপাল মুখোপাধ‌্যায়কে ‘কষাই গোপাল পাঁঠা’ হিসেবে পরিচয় করানো হয়েছে, এই অভিযোগে প্রতিবাদের ঝড় ওঠে। এনিয়ে তথ্যের অধিকার আইনে কলকাতা হাইকোর্টে মামলার আবেদন জানিয়েছিলেন গোপাল পাঁঠার নাতি। তবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের  বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন , -‘এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তাই তা খারিজ করা হলো’। সিনেমার প্রদর্শনী নিয়ে এই নুতন মামলার শুনানি খুব তাড়াতাড়ি হবে বলে জানা গেছে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *