ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বৌদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় খুড়তুতো দেবর শুভজিৎ মণ্ডল নামে এক শিক্ষককে। ঘটনাটি বীরভূম জেলার লোকপুর থানা এলাকার। ধৃতের বাড়ি লোকপুর থানার রুপুষপুর পঞ্চায়েতের চুয়াগড় গ্রামে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাঁর বিরূদ্ধে গতকাল ৭ অক্টোবর লোকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।লোকপুর থানার পুলিশ এদিনই অর্থাৎ শনিবার রাতে তার চুয়াগড় বাড়ি থেকে গ্রেফতার করেন। তাঁর বিরূদ্ধে ৩৭৬ ও ৫০৬ আইপিসি ধারায় মামলা রুজু করে লোকপুর থানার পুলিশ। সেই মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃত শুভজিৎ মণ্ডলকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৩ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে।