মোল্লা জসিমউদ্দিন।,
সোমবার দুপুরে কলকাতার সিটি সেশন কোর্টে পেশ করা হয় ইসলামিক জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে ধৃত মহিলা জঙ্গি তানিয়া পারভীন কে। এদিন ভারপ্রাপ্ত বিচারক ধৃত কে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ পূর্বে রাজ্য পুলিশের এসটিএফ বাদুড়িয়ায় কৃতি ছাত্রী তানিয়া পারভীন কে ফোনে আড়ি পেতে জঙ্গিপনার অভিযোগে গ্রেপ্তার করে। বসিরহাট আদালতে পেশ করা হলে ধৃতের পুলিশি হেফাজত হয়। জেরাকালীন তদন্তকারীরা জানতে পারেন – স্নাতকে ৬৭% নাম্বার পাওয়া তানিয়া ‘লস্কর ই তৈয়বা’র নুতন মডিউল খোলার চেস্টায় ছিল। এদেশের পাশাপাশি বাংলাদেশ – পাকিস্তানে অনলাইন যোগাযোগ রাখতো সে। এর পর মামলার তদন্তভার নেয় এনআইএ।সোমবার দুপুরে কলকাতার সিটি সেশন কোর্টে পেশ করা হলে ধৃত মহিলা জঙ্গি কে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক। এদিন বিচারকের কাছে ধৃত পিজি ( ডিপ্লোমা) কোর্স টি শেষ করার লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার আবেদন রাখে।