নতুন বছর

Spread the love

নতুন বছর

সুপর্ণা বিশ্বাস (বজবজ, দক্ষিণ চব্বিশ পরগণা)

বর্তমানের বছর শেষে নববর্ষের পদার্পণ
নববর্ষের আনন্দে  বিশ্ববাসী  খুশিতে মগন।
পুরাতন বছর শেষে ঘুচুক অহং গ্লানি
প্রতি বছরই নববর্ষ আসে নবরূপে সাজি।
বর্ষ শুরু বর্ষ শেষ
সবই এক শুধু ফারাক কিছু সময়ের।
শব্দের গুঞ্জন কেটে ভ্রম এলে
সবই নেহাতই নিত্য চলাচলের।
কত চিঠি হয় না লেখা
হৃদয় জালক বোনে।
কত কত অনুভূতির হয়না প্রকাশ
অশ্রুজলে নক্ষত্র গোনে।
কত কথা হয়না বলা
নীরবতা বাসা বোনে।
কত জোনাকি আলো জ্বেলেও চলে যায়
জীবনের ঘরে অমাবস্যা নামে।
একটি বছর পেরিয়ে সামনে নতুন মোড়ক উম্মোচন
কুয়াশা জড়ানো অজানা পথের করবো মোরা সন্ধান।
মুকুলিত সব আশা, স্নেহ, প্রেম, ভালোবাসা
সবই চিরস্মৃতি হয়ে রয়।
বর্তমান বর্ষ নির্দ্ধিধায় বিদায় নেয়।
ছেঁড়া কাঁথাতেই দিন কেটে যায়
স্বপ্নসাগরে সুখের তরী বায়।
পুরাতন বর্ষ ব্যর্থতাগুলো নিয়ে নাও
আগামিতে সফলতার মায়াজাল ধরায় রেখে দাও।
বিগত বছরের সুখ দুঃখ ও আলিঙ্গনের রেশ ভুলে
সুস্বাগতম নতুন পঁচিশের ক্যালেন্ডার।
রাত বারোটা মানেই মোবাইলের স্ক্রিনে আলোর খেলা,
একের পর এক নোটিফিকেশনের সমারোহ।
বার্তা আসে হ্যাপি নিউ ইয়ার।
সকল মান অভিমান চূর্ণ করে,
হল একটি আবর্তনের সমাপ্তি সমাপন।
নতুন বছরকে সকলের সাদরে আপ্যায়ন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *