ভাতারের খুরুল গ্রামের কাছে খড়ি নদীতে তলিয়ে গেল খুরুল গ্রামের এক ব্যক্তি, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, শুক্রবার দুপুর থেকে ছয়টা পর্যন্ত খোঁজাখুঁজি করে মিলল না তার হদিস।
পূর্ব বর্ধমান জেলার ভাতের খুরুল গ্রামের এক ব্যক্তি নাম লাল কিস্কু, বয়স আনুমানিক ৫৫ বছর।
তিনি মাঠে গিয়েছিলেন অসাবধানতাবশতায় নদীর জলে তিনি তলিয়ে যান এরপর খবর যাই প্রশাসনের কাছে।
প্রশন স্পীড বোড এনে তাকে খোঁজাখুঁজি চেষ্টা করে।আজ সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করলেও তার কোন হদিস পাওয়া গেল না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আগামীকাল আবার সকাল থেকে তার খোঁজে নদীতে তল্লাশি চালাবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।