নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে নিহত নাবালিকা, আহত ২

Spread the love

নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে নিহত নাবালিকা, আহত ২

মোল্লা শফিকুল ইসলাম,


ফের সংবাদ শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র এই নন্দীগ্রাম। গত শুক্রবার বিকেলে এক বোমা বিস্ফোরণ ঘটনায় নিহত হয়েছে এক নাবালিকা, সাথে বেশ কয়েকজন জখম। জখমদের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নং  ব্লকের কালীচরণপুর গ্রামপঞ্চায়েতের জাদুবাড়িচক এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ , পরিত্যক্ত বাড়ির মধ্যে পড়েছিল ওই বোমা। তিন শিশু ওই বাড়িতে ঢুকে খেলছিল সেসময় । তাদেরই একজন বল ভেবে বোমা তুলতে গেলেই বিকট শব্দে সেটি ফেটে যায়। বোমার আওয়াজে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর জখম তিন শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এক নাবালিকার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজন ছিল। তাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই মৃত্যু হয়েছে নাবালিকাটির। বাকিরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্‍সাধীন। এলাকাবাসীরা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন , ‘জাদুবাড়িচক এলাকায় একটি বাড়ি দীর্ঘদিন ধরেই খালি পড়ে রয়েছে। সেখানেই গতকাল সন্ধেয় তিনটি শিশু ঢুকেছিল খেলতে। বাড়ির মেঝেতে বোমা পড়েছিল। সেটিকে বল ভেবে হাতে নিতেই বিকট শব্দে ফেটে যায়। বাড়ির ভেতর থেকে শিশুদের আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। তিনটি শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওযা হয়। স্থানীয়রা আরও জানান, তখনই বাচ্চাগুলোর অবস্থা সঙ্কটজনক ছিল। তাদের বছর দশেকের একটি মেয়ের জখম ছিল গুরুতর। তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে বাঁচানো যায়নি। বাকি দু’জনের মধ্যে একজনের মাথায় চোট লেগেছে। অপরজনের আঘাতও গুরুতর। তার পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। শিশু দুটিকে অক্সিজেন দিতে হচ্ছে বলেও জানা গেছে। এই ঘটনায় কালীচরণপুর অঞ্চল প্রধান শেখ সোয়েব গাজি বলেছেন, ‘ওই ফাঁকা বাড়িটি দুষ্কৃতীদের আস্তানা হয়ে উঠেছিল কিনা তার খোঁজ নিক পুলিশ। একটি শিশুর মৃত্যু হয়েছে। অন্য দুজন আশঙ্কাজনক। যে বা যারা বাড়িতে বোমা রেখে গিয়েছিল তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’ বোমা বিস্ফোরণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে বাড়িতে বোমা এল তার খোঁজখবর চলছে। পুলিশ স্থানীয়দারদের জিজ্ঞাসাবাদ করছে। এলাকার লোকজনের দাবি, বাইরে থেকে বোমা এনে মজুত করা হচ্ছিল বাড়িটিতে। সম্ভবত কোনও অপরাধমূলক কাজকর্ম চলছিল।স্থানীয় থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *