নবী দিবস উপলক্ষে শান্তি কমিটির মিটিং,কাঁকড়তলা থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
আগামী ৫ ই সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস । সেই উপলক্ষে জেলার অন্যান্য জায়গার ন্যায় কাঁকরতলা থানার মুসলিম অধ্যুষিত এলাকায়ও শোভাযাত্রা, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল সহ ইসলামিক ক্যুইজ নাত শরীফ ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তথা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে নবীদিবস পালিত হয় সেই কথা মাথায় রেখে এদিন শনিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও কাঁকড়তলা থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার বিভিন্ন গ্রামের নবী দিবস পালন কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।মিটিং থেকে থানার তরফে উপস্থিত সকলকে অবগত করা হয় কোনোরকম উচ্ছৃঙ্খল আচরন,ডি জে বক্স বাজানো,অশালীন মন্তব্য না করা। সর্বপরি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার,কাঁকড়তলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ সাকিব সাহাব,এস আই আব্দুল হাই ও আমিনুল ইসলাম,শিক্ষক উজ্জ্বল হক কাদেরী, সমাজসেবী সেখ জয়নাল সহ বিভিন্ন গ্রামের নবী দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ ।