খায়রুল আনাম,
বীরভূম : আবারও তাজা বোমা উদ্ধার জেলায়। গতকাল ২৮ জানুয়ারী রাতে নানুরের তাকোড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় চল্লিশটির মতো তাজা বোমা। আজ ২৯ জানুয়ারী সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল টিম। সেই সময় বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সেই রেশ কাটার আগেই বুধবার ২৯ জানুয়ারী দুবরাজপুরের নিরাময় টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারে নাইলনের থলি ভর্তি বোমা দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়ায়। সেই বোমাগুলিও এদিন নিষ্ক্রিয় করা হয়। একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে সাধারণের মধ্যে।