নাবালিকার বিয়ে আটকালো চাইল্ড লাইন, সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ডি এল এস এ ফোনে খবর আসে বীরভূম জেলার সিউড়ি সন্নিহিত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকার বিয়ের। তড়িঘড়ি সিউড়ি থানা সহ বিভিন্ন স্তরের লোকজন একযোগে নাবালিকার বিয়ের মন্ডপে গিয়ে উপস্থিত হয়ে পড়েন। ইতিমধ্যে গায়ে হলুদ হয়ে গেছে, রাত্রেই সানাইয়ের সুর বেজে উঠতো, বরযাত্রীরা ও কনে ঘরের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠতো আনন্দ অনুষ্ঠান।তারমধ্যে বাল্যবিবাহ রোধে সরকারি লোকজন হানা দেয় এবং বিয়ে বন্ধ করে। কম বয়সে বিয়ে যে বেআইনি তাহা জেনে ও অনেকেই অজানা।বাল্যবিবাহ রোধে সরকারের প্রচার অভিযান অব্যাহত তাস্বত্ত্বেও কিছু কিছু অভিভাকদের খামখেয়ালিপনায় বাল্যবিবাহ রোধ সম্ভব হচ্ছে না। জানা যায় নাবালিকাটি ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থী, বয়স ১৭ বছর প্লাস। এদিন নাবালিকার অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং কম বয়সে বিয়ের কুফল সম্পর্কে অবহিত করেন। এছাড়াও বলেন নাবালিকা যদি পড়তে চায় তাহলে সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। পরিবারের লোকজন চাইল্ড লাইন সহ অন্যান্য আধিকারিকদের সম্মুখে লিখিত অঙ্গীকার করেন ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না। এদিন বাল্যবিবাহ রোধ অভিযানে উপস্থিত ছিলেন সিউড়ি ১ নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন ঘোষাল, পিএলভি মহম্মদ রফিক, চাইল্ড লাইনের পক্ষে দেবাশীষ চক্রবর্তী ও সোমা সিংহ এবং সিউড়ি থানার পুলিশ।