নাবিক নাট্যম এর প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান

Spread the love

নাবিক নাট্যম এর প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান



ইন্দ্রজিৎ আইচ

নাটকের শহর গোবোরডাঙ্গা তারই এক প্রবীণ নাট্য দল গোবরডাঙা নবিক নাট্যাম। ১৯৭৭ এ স্থাপিত দল টি সেই সময় থেকে ২০২৫ আজও তারা পালন করে আসছে প্রজাতন্ত্র দিবসের দিনটি। বিগত বছরের এ বছরও তারা বিপুল উৎসাহে পালন করলো এই দিনটি। মহলা কক্ষের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটির শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজ সেবক পবিত্র মুখোপাধ্যায়। এরপর সকলে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এলাকার বহু মানুষ উপস্থিতি ছিলেন নাবিক নাট্যামের এই বিশেষ দিনে। দলের সকল সদস্য ও সদস্যারা উপস্থিতি ছিলেন। দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা ও সোমনাথ রাহা উপস্থিতি ছিলেন। শিশু কিশোর নাট্য কর্মশালা বিভাগের সকল ছাত্র ছাত্রীরাও যোগদান করেছিল এই দিনে। উপস্থিত ছিলেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জী, সভাপতি শ্রাবনী সাহা। এছাড়াও এসেছিলেন সুব্রত কর্মকার, অশোক বিশ্বাস, রাখী বিশ্বাস, শর্মিষ্ঠা সাধূখা অবিন দত্ত প্রমূখরা। দলের নাট্য গুরু জীবন অধিকারী বক্তব্যে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । বিশিষ্ট শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়ের অপূর্ব ভাষনের মাধ্যমে সকলে এই দিনটির গুরুত্ব উপলব্ধি করতে পারে। এরপর দলের সকলে বক্তৃতা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাচের মাধ্যমে দিনটি ভরিয়ে তোলে। দীর্ঘ সময়ের এই অনুষ্ঠাটি “ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো” গানের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। গোবরডাঙ্গ নাবিক নাট্যমের আয়োজনে এই প্রজাতন্ত্র দিবসের দিনটি মানুষের কাছে বহু দিন স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *