নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ

Spread the love

নিউ ব্যারাকপুর থানার উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

শাসক বদলায় কিন্তু পুলিশ বাহিনীর দিকে ছুঁড়ে দেওয়া বিশেষণগুলো বদলায় না। স্বার্থের হানি হলেই কেউ বলে ‘দলদাস’, কেউ বলে ‘চটিচাটা’। পরবর্তীকালে হয়তো নতুন কোনো শব্দ বন্ধনী আসবে। অথচ আইনের রক্ষক পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরেই নীরবে সত্যিকারের সমাজসেবক হিসাবে সামাজিক দায়িত্ব পালন করে চলেছে সেটা আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি। জীবনের ঝুঁকি নিয়ে করোনা জনিত লকডাউনের সময় তাদের ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়।অরণ্য সপ্তাহে আবার তাদের সেই ভূমিকার সাক্ষী থাকার সুযোগ পেল নিউ ব্যারাকপুরবাসী।

বিশ্বউষ্ণায়নের করাল গ্রাস থেকে পরিবেশকে রক্ষা করা তথা সবুজায়নের  লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে 'অরণ্য সপ্তাহ'। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে। পেছিয়ে নেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ নিউ ব্যারাকপুর থানা।

সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ১৮ ই জুলাই স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ২৫ টি বিভিন্ন ফলের গাছ। দূর থেকে যাদের দেখলে ভয়ে ছাত্রীদের মুখ শুকিয়ে যেত সেই পুলিশ 'কাকু'দের হাত থেকে ফলের গাছ পেয়ে ছাত্রীরা খুব খুশি।

পাশাপাশি থানার পক্ষ থেকে বর্তমান জটিল পরিস্থিতিতে বৃক্ষরোপণের প্রয়োজনীতা, নিয়ত ঘটে চলা সাইবার ক্রাইম সহ বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়। তাদের বলা হয় যেকোনো সমস্যায় তারা যেন নির্ভয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে।

নিউ ব্যারাকপুর থানার জনৈক পুলিশ  আধিকারিক বললেন - আমরা এই সমাজেই বাস করি। সুতরাং সমাজের প্রতি আমাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ। সবার লক্ষ্য এই সুন্দর পৃথিবীকে বিশ্বউষ্ণায়নের হাত থেকে রক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *