নিখোঁজ নাবালিকা উদ্ধার সাঁইথিয়া এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- নাবালিকা নিখোঁজ বা বাড়ি ছাড়ার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে মোবাইলের প্রতি আসক্তি থেকেই এ ধরনের ঘটনার প্রবণতা বেশি বলে মনে করা হচ্ছে। সেরূপ এক নাবালিকা গত দেড় মাস যাবত নিখোঁজ থাকার পর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সাঁইথিয়া থানার যৌথ উদ্যোগে নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেন। বিবরণে জানা যায় নিখোঁজ নাবালিকার পরিবার থেকে দ্বিধা সংকোচ দূর করে জেলা আইনি পরিষেবা সংস্থার পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিককে ফোন মারফত নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনা বিস্তারিতভাবে বলেন এবং সংস্থার সহযোগিতা কামনা করেন। এরপরেই মহম্মদ রফিক অন্য এক পার্শ্ব আইনি সহায়ক আজমল হক ও সাঁইথিয়া থানার ওসির সাথে উক্ত বিষয়ে সংযোগ স্থাপন করেন।সে প্রেক্ষিতে সাঁইথিয়া থানা এলাকার একটি গ্রামের মধ্যে উক্ত নাবালিকার সন্ধান পান। সূত্র মারফত জানতে পারেন
প্রেম ঘটিত কারণেই মেয়েটি বাড়ি ছেড়েছিল। সর্বশেষে সাঁইথিয়া থানার পুলিশ এবং জেলা আইনি পরিষেবার সচিব সুপর্ণা রায় ও পার্শ্ব আইনি সহায়ক দের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন বলে জানা যায়।