সাধন মন্ডল
বাঁকুড়া রানী মুকুটমণিপুর। এই মুকুটমনিপুরের রয়েছে মুকুটমণিপুর জলাধার। নিম্নচাপের কারণে সারাদিন বৃষ্টিপাতের ফলে জলাধারে জলস্তর বেড়ে যাচ্ছে তাই জলাধার থেকে কংসাবতী নদীতে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আজ দুপুর বারোটা নাগাদ লকগেট গেট খোলা হয় এদিকে কংসাবতী জলাধার এর জল যেমন কমবে তেমনি মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এই জল ছাড়ার ফলে প্লাবিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় ধান জমি প্লাবিত হয়ে পড়বে মার খাবে আমন ধানের চাষ।