নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী কে আত্মসমর্পণ করতে বললো ইডি এজলাস

Spread the love

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী কে আত্মসমর্পণ করতে বললো ইডি এজলাস

মোল্লা জসিমউদ্দিন, 

বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ষষ্ঠ চার্জশিট গ্রহণ কলকাতার নগর দায়রা আদালতে (বিশেষ ইডি আদালতে)। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম চার্জশিটে অভিযুক্তের তালিকায় থাকায় রাজ্যপাল এর অনুমোদন বুধবার ইডির তরফে আদালতে পেশ করা হয়। ইডির বিশেষ আদালতে বিচারক শুভেন্দু সাহার নির্দেশে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা  ইডিকে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বীরভূমের বাড়িতে ১৫ দিনের এর মধ্যে সমন পাঠাতে হবে।আগামী ১২ই সেপ্টেম্বর কলকাতার নগর দায়রা আদালতের সমনের পরিপ্রেক্ষিতে সশরীরে আদালতে উপস্থিত থেকে আত্মসমর্পণ করতে হবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে । জানা গেছে,  প্রাথমিক নিয়োগ দুর্নীতি ইডির মামলায় ৬২ পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিটে মোট ৫৫ টি নাম রয়েছে অভিযুক্তের তালিকায়। যার মধ্যে ২৬ টি নাম অভিযুক্ত ব্যক্তিদের। এই ২৬ টি নামের মধ্যে রয়েছে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র প্রমূখ। তবে নতুন করে অভিযুক্তদের মধ্যে নাম রয়েছে বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিনহার নাম। বাকি ২৯ টি রয়েছে সংস্থার নাম অভিযুক্ত তালিকায়। এই মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়িতে ইডির তল্লাশি চালানোর সময় লাল রঙের একটি রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করা হয়। সেই খাতায় অভিযুক্ত চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে দাবি।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ষষ্ঠ চার্জশিট গ্রহণ কলকাতার নগর দায়রা আদালতে (বিশেষ ইডি আদালতে)। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম চার্জশিটে অভিযুক্তের তালিকায় থাকায় রাজ্যপাল এর অনুমোদন বুধবার ইডির তরফে আদালতে পেশ করা হয়। ইডির বিশেষ আদালতে বিচারক শুভেন্দু সাহার নির্দেশে ইডিকে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বীরভূমের বাড়িতে ১৫ দিনের এর মধ্যে সমন পাঠাতে হবে। আগামী ১২ই সেপ্টেম্বর কলকাতার নগর দায়রা আদালতের সমনের প্রেক্ষিতে সশরীরে আদালতে উপস্থিত থেকে আত্মসমর্পণ করতে হবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ।প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার  বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল ইডি । তবে তাতে রাজভবন অনুমোদন না দেওয়ায় আদালতে তা গৃহীত হয়নি। কিন্তু বুধবার সেই জট কাটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *