নেতাজীর জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

Spread the love

নেতাজীর জন্মদিনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

 ভারতের স্বাধীনতা সংগ্রামের বীরযোদ্ধা নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনটি স্মরণীয় করে রাখার জন্য পশ্চিম বর্ধমানের আসানসোলের এস বি গড়াই রোডে অবস্থিত নিউ হিলভিউ হাসপাতালের উদ্যোগে এক অভিনব কর্মসূচির মাধ্যমে ২৩ শে জানুয়ারি দিনটি পালন করা হয়। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে সংশ্লিষ্ট হাসপাতালের  উদ্যোগে একটি  বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

এদিন শতাধিক রুগীর বোন ডেনসিটি মিসুরিং, সুগার স্পট টেস্ট, ইউরিক অ্যাসিড স্পট টেস্ট, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড প্রেসার চেক, ফুট নার্ভ ম্যাপিং টেস্ট, ফিজিওথেরাপি সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়।

থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুগী ও দুর্ঘটনাগ্রস্ত রুগীর রক্তের চাহিদা মেটানোর জন্য এই হাসপাতালের উদ্যোগে ও আসানসোল লায়ন্স ক্লাবের সহযোগিতায়  এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিশিষ্ট চিকিৎসক তথা হাসপাতালের কর্ণধার ডা: নির্ঝর মাজি সহ ১৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 

ডাঃ নির্ঝর মাজি বলেন- বাঙালি তথা ভারতবাসীর গর্ব নেতাজীর জন্মদিনটি স্মরণীয় করে রাখার জন্য গত দুই বছর ধরে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। শিবিরে সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত আছেন।
যাদের প্রয়োজন হচ্ছে তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। রুগীদের জন্য আমরা এখানে ডায়েট চার্টও বানিয়ে দিচ্ছি।

হাসপাতালের অন্যতম কর্ণধার গৌতম পাল বলেন- এই শিবিরের মাধ্যমে এলাকার অনেক সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এই কাজের মাধ্যমে নেতাজীর আদর্শ ও বাণী সকলের কাছে পৌঁছে যাবে।

  আসানসোল লায়ন্স ক্লাবের অন্যতম সদস্যা কাবেরি মিত্র বলেন-  আমরা প্রতিবছর এই অনুষ্ঠানে যোগদান করি। পাশাপাশি বিভিন্ন জায়গায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহ বিভিন্ন শিবিরের আয়োজন করে থাকি। 

এদিনের অনুষ্ঠানে ডা. নির্ঝর মাজি ছাড়াও উপস্থিত ছিলেন গৌতম পাল, মৌমিতা মাজি, ডা. জয়শঙ্কর সাহা, ডা. সূর্যশেখর সরকার, ডা. এস.এস সরকার, ডা. পি.এস গুপ্ত, ডা.এস.কে বসু, ডায়টেশিয়ান তানিয়া বিশ্বাস সহ হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *