পর্যটকদের মন জয় করতে নতুনভাবে সেজে উঠছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র।

Spread the love

পর্যটকদের মন জয় করতে নতুনভাবে সেজে উঠছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র।


সাধন মন্ডল বাঁকুড়া:—রঙ বেরঙের সাজে সাজছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানি মুকুটমণিপুর। কংসাবতী জলাধারের পাড়ে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি রঙিন পথচিত্র এখন পর্যটকদের নতুন আকর্ষণ।

মুকুটমণিপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। কংসাবতী জলাধারের পাড় ধরে চলা রাস্তার ওপর আঁকা হচ্ছে রঙিন আলপনা বা পথচিত্র। স্থানীয় শিল্পীদের হাতের স্পর্শে নৌকা, ময়ূর, হরিণ, মাছ সহ এলাকার বিশেষত্ব এই সবই ফুটে উঠছে রঙের ছোঁয়ায়। পর্যটন মরশুমের আগে এই উদ্যোগে উৎসাহে মেতেছেন শিল্পী থেকে স্থানীয় বাসিন্দা, সবাই।

এই পথচিত্র আঁকার প্রকল্পের সূচনা হয়েছিল গত কয়েক বছর আগে। ২০১৭ সালেই মুখ্যমন্ত্রী মুকুটমণিপুর সফরে এসে নিজে দাঁড়িয়ে শিল্পীদের কাজ দেখেন এবং প্রশংসা করেন। কয়েক বছর ধরে আঁকা আলপনা সময়ের সঙ্গে মুছে গিয়েছিল। এবার আবার নতুন করে জিরো পয়েন্ট থেকে প্রায় সাড়ে তিনশ মিটার রাস্তার ওপর পথচিত্র আঁকার কাজ শুরু হয়েছে থেকে।

রাজ্যের মন্ত্রী তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন জ্যোৎস্না মান্ডি বলেন, শীতের মরশুমে পর্যটকদের জন্য প্রতি বছরই মুকুটমণিপুরকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এবছরও স্থানীয় শিল্পীদের দিয়ে পথচিত্রের মাধ্যমে রাস্তাগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আরও নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পথচিত্র পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে তিনি আশাবাদী।

পথচিত্র আঁকার কাজে যুক্ত শিল্পীরা জানান, মুকুটমণিপুর বছরের পর বছর ধরেই পর্যটকদের প্রিয় জায়গা। শুধু রাজ্যের বিভিন্ন জেলা নয়, ভিনরাজ্য থেকেও অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। শিল্পী দয়াময় বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই, মুকুটমণিপুরকে আরও সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে। তাই এলাকার পরিচিত জিনিসগুলো যেমন হরিণ, নৌকা, মাছ আঁকছি। এতে এখানকার সংস্কৃতির ছাপ ফুটে উঠবে। মোট ১৫ জন শিল্পী দল বেঁধে এই কাজ করছেন এবং তাঁদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই পথচিত্রের কাজ শেষ করা।

ইতিমধ্যেই পর্যটকরা থমকে থমকে ছবি তুলছেন। মুকুটমণিপুরে বেড়াতে আসা মহুয়া মন্ডল, বিথীকা দাস, রিম্পা মন্ডল, বিজন মন্ডল রা জানান, এরকম আলপনা আগে কখনও রাস্তার ওপর দেখিনি। বছরের বিভিন্ন সময়ে আমরা রাজ্যের ও রাজ্যের বাইরে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি রাস্তার ধারে পথ চিত্র এভাবে চোখে পড়েনি এই বাঁকুড়ায় এসে এটা দেখলাম। খুব ভালো লাগছে।অসাধারণ লাগছে।

রঙিন পথচিত্রে এখন সাজছে মুকুটমণিপুর। আসন্ন শীতের পর্যটন মরশুমে এই উদ্যোগ পর্যটকদের মন আরও জয় করবে -এমনটাই আশা স্থানীয় মানুষজন সহ মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদ ও ব্যবসায়ীদের। বিশিষ্ট সমাজসেবী উত্তম কুম্ভকার বলেন আমরা এই কয়েকটি মাস পর্যটকদের আনাগোনায় খুশিতে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *