পশুপ্রেমী আমির সেখের সেবা অব্যাহত

Spread the love

একটি পথ কুকুর বাদশাহী রোডে আদিবাসী পাড়ার কাছে কুকুরটি অ্যাক্সিডেন্ট হয় পেছনে পা টা ব্যাপক আরো ক্ষত হয় রাস্তাধারে পড়েছিল। করুন অবস্থা দেখে এলাকাবাসীরা পশু প্রেমী আমির শেখ কে খবর দেয়। উনি খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি যান। এবং সেবা শুশ্রূষা শুরু করেন। পা টিকে ব্যান্ডেজ করার পর তাকে নিয়ে গিয়ে একটা নিরাপদ স্থানে রাখেন। পশু প্রেমি আমির শেখ বলেন -” ড্রাইভারদের গাফিলতি কারণে প্রায় এই ধরনের ঘটনা ঘটেই থাকে”। এই কাজে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, আমির সেখ নানারকম সমাজ সেবামূলক কাজ ২০০৬ সাল থেকে করে আসছে। মানসিক ভারসাম্যহীন মানুষজন এবং পথ কুকুরদের নিয়ে কাজ করেন। অসুস্থ কুকুরদের সেবা করা এবং প্রতিনিয়ত খাবার দেওয়ার ব্যবস্থা করে থাকেন। রাস্তায় মৃত পশু পড়ে থাকলে তাকে নিয়ে গিয়ে সমাধিস্ত করেন। কোন এনজিও বা টিম নেই, এবং এই কাজ গুলি বিনা পারিশ্রমিকে করেন আমির। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা নিয়ে কাজটা করেন তুনি। তাই যদি একটু ঔষধ ও ইনজেকশন দিয়ে সহযোগিতা করেন তাহলে আমির কাজটা আরো ভালোভাবে করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *