পশ্চিমবঙ্গে দীপাবলিকে আলোকিত করে তুলল ক্রেডিটবি, পরিবারগুলো কোনো সমঝোতা না করেই উৎসব পালন করার জোর পেল

Spread the love

পশ্চিমবঙ্গে দীপাবলিকে আলোকিত করে তুলল ক্রেডিটবি, পরিবারগুলো কোনো সমঝোতা না করেই উৎসব পালন করার জোর পেল

কলকাতা, অক্টোবর ২২, ২০২৫: ভারতের অগ্রগণ্য অনলাইন ক্রেডিট সমাধান দাতা ক্রেডিটবি মেট্রো শহর সমেত টিয়ার ২ ও টিয়ার ৩ শহরগুলোকে নিজেদের আওতায় এনে চলেছে। ৫.৫৯ কোটি টাকার কারেন্ট লোন অ্যাকাউন্ট সমেত এই কোম্পানি দেশজুড়ে দ্রুত বেড়ে চলা ও বৈচিত্র্যময় ক্রেতা সমাজকে পরিষেবা দিচ্ছে।

সম্প্রতি এই ব্র্যান্ড লঞ্চ করেছে তার সাম্প্রতিকতম দীপাবলি ক্যাম্পেন ‘হর তরক্কি মে সাথ’, যা দেখিয়ে দেয় যে ক্রেডিটবি ব্যক্তি ও পরিবারগুলোকে কোনো সমঝোতা ছাড়াই এগিয়ে যাওয়ার জোর দিয়ে চলেছে। শুধু পশ্চিমবঙ্গেই এই প্ল্যাটফর্ম সবরকম প্রোডাক্ট মিলিয়ে ৩,১০০ কোটি টাকার বেশি দিয়েছে, যা ২০ লাখের বেশি গ্রাহকের সেবা করেছে। ২৫-৩৪ বছর বয়সীরা হল এর মধ্যে সবচেয়ে সক্রিয় জনগোষ্ঠী। এই তথ্য দেখিয়ে দেয় যে তরুণ পেশাদাররা উপরে ওঠায় মদত দেওয়া এবং তাঁদের উচ্চাশা পূরণ করার জন্য ডিজিটাল ক্রেডিটকে আপন করে নিচ্ছে।

মধুসূদন ই, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও, ক্রেডিটবি বললেন “ভারতের ডিজিটাল ঋণ ইকোসিস্টেম যত পরিণত হচ্ছে, মসৃণ প্রযুক্তিচালিত ক্রেডিট সমাধান দেওয়ায় মেট্রো শহরগুলো তত নেতৃত্বে উঠে আসছে। ক্রেডিটবিতে আমরা দেশজুড়ে ৮ কোটির বেশি গ্রাহককে পরিষেবা দিতে পেরে গর্বিত। মেট্রো শহরগুলোর প্রচুর চাহিদা দেখিয়ে দেয় কীভাবে তরুণ পেশাদাররা এবং শহুরে পরিবারগুলো ডিজিটাল ক্রেডিটকে দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করছে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে, উচ্চাশা সামলাতে এবং ভবিষ্যতের জন্যে আগে থেকে প্ল্যান করতে। আমরা আমাদের উপস্থিতি জোরদার করছি, আমাদের ফোকাস থাকছে লোককে আত্মবিশ্বাসী হয়ে এবং স্বচ্ছন্দে আর্থিক প্রগতি অর্জন করার জোর দেওয়ার উপরে।”

এই ব্র্যান্ডের ক্যাম্পেন ডিজাইন করা হয়েছে উৎসবের আকাঙ্ক্ষার থিমে মনে ধরার মত মজার মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্যে। এই ক্যাম্পেন বিশ্বস্ত আর্থিক পার্টনার হিসাবে ক্রেডিটবির ভূমিকাকে চিহ্নিত করে, পরিবারগুলোকে তাদের জীবনযাত্রা আপগ্রেড করার, স্বপ্নপূরণের দিকে সদর্থক পদক্ষেপ নেওয়ার এবং কোনোরকম সমঝোতা ছাড়াই উৎসব পালন করার জোর জোগায়। এই ক্যাম্পেনে আছে ক্রেডিটবির ব্যক্তিগত ঋণ, দুই চাকার গাড়ির জন্যে ঋণ এবং ব্যবসার জন্যে ঋণ। এতে দেখানো হয়েছে কীভাবে এই প্রোডাক্টগুলো গ্রাহকদের উৎসবের সময়ে এবং তার বাইরে তাঁদের আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করে।

মূল ঋণের অফারিংগুলো ছাড়াও এই প্ল্যাটফর্মে ২৪ ক্যারাট ডিজিটাল সোনার মত মূল্যযুক্ত পরিষেবা এবং ক্রেডিট রিপোর্ট সমাধানও পাওয়া যায়, যা গ্রাহকদের বদলাতে থাকা আর্থিক প্রয়োজনগুলো মেটায়।

ক্রেডিটবির দীর্ঘমেয়াদি লক্ষ্য হল প্রযুক্তিভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং ভারতের বৈচিত্র্যময় জনবিন্যাসের গভীর বোধকে ব্যবহার করে লক্ষ লক্ষ ভারতীয়কে দ্রুত, সুরক্ষিত এবং বিশ্বস্ত ক্রেডিটের নাগাল দেওয়া; যাতে তাঁরা জীবনের বিভিন্ন মাইলফলকে পৌঁছনো আত্মবিশ্বাসের সঙ্গে উদযাপন করতে পারেন। সেকথা আরও একবার প্রমাণিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *