পাঁচ রাজ্যের তেরোটি জেলায় অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেবে কেন্দ্র

Spread the love

পাঁচ রাজ্যের তেরোটি জেলায় অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে কেন্দ্র

এস.জে আব্বাস,
সিএএ নিয়ে কোন নিয়ম তৈরি করা হয়নি।সারাদেশ জুড়ে এই নিয়ে বিতর্কও চলছে।এরেই মাঝে গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হলো।দেশের পাঁচ রাজ্যে তেরোটি জেলায় অমুসলিম শরণার্থীদের আবেদন অনুযায়ী নাগরিকত্ব দেবে কেন্দ্র সরকার। আফগানিস্তান, পাকিস্থান ও বাংংলাদেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের এই নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু, শিখ, বৌদ্ধ,  জৈন, পার্সি, ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। ভারতের পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে পাঞ্চাব, ছত্রিশগড়, রাজস্থান,  হরিয়ানা এবং গুজরাট। আর এই পাঁচ রাজ্যের মধ্যে তেরোটি জেলা হলো – দুর্গ, বালেদবাজার ( ছত্রিশগড়),  জালোর, উদয়পুর, পালি,বার্মার, সিরোহী ( রাজস্থান),  জলন্ধর ( পাঞ্চাব), মোরবি, রাজকোট, পাটান, বদোদরা ( গুজরাট),  ফরিদাবাদ ( হরিয়ানা) । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  আফগানিস্তান, পাকিস্তান, এবং বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের অনলাইনের মাধ্যমে ফর্ম দেওয়া হবে। সংশ্লিষ্ট জেলাশাসক তা খতিয়ে দেখবেন। আবেদনকারী কে যাচাই করে সার্টিফিকেট দেবেন সংশ্লিষ্ট জেলাশাসক। এরপর যাবে রাজ্যস্তরে।সেখানে চলবে কাগজপত্র পরীক্ষানিরীক্ষা। সর্বশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তা দেখে দেবে ভারতীয় নাগরিকত্বের অধিকার। জেলাশাসকের রিপোর্ট ছাড়া কোন আবেদনই গ্রাহ্য হবেনা। ১৯৫৫ সালে ভারতীয় নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী দেওয়া হবে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিক হওয়ার ছাড়পত্র বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *