সেখ সামসুদ্দিন,
মেমারি শহর সহ ১ ও ২ ব্লকের মেমারি বিধানসভা এলাকার সমস্ত কর্মীদের নিয়ে শ্রীদুর্গা কোল্ড স্টোরেজে দুপুর ২টায় প্রেস মিট করে পাঁচটি পরিষেবার ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে অন্নযোগে যোগাযোগ, সৌভ্রাতৃত্বের বন্ধন, বীরাঙ্গনা, ফুটবল মশাল ও বিবাহ অভিযান কর্মসূচী ঘোষণা করা হয়। স্বল্প সময়ের মধ্যে এইকাজ শুরু করা হলেও পরবর্তীতে ধারাবাহিক প্রচেষ্টা থাকবে বলে জানান প্রার্থী মধুসূদন ভট্টাচার্য্য। ব্লক থেকে দশজন ছেলেমেয়ের বিয়ে দেওয়ার প্রচেষ্টা রাখলেও জেলার সহ সভাপতি স্বপন বিষয়ী কুড়ি জনের বিয়ে দেওয়ার দায়িত্ব নেন।