পাঁচমুড়া আমরা সবাই এ ওয়ান ক্লাবের কালী পুজো
।
সাধন মন্ডল বাঁকুড়া:—পাঁচমুড়া আমরা সবাই এ ওয়ান ক্লাবের কালীপুজো এ বছর ছাব্বিশে পা দিল। 25 বছর ধরে সামাজিক সংস্কৃতির সাথে সাথে সামাজিক সচেতনতামূলক প্রচারে এগিয়ে রয়েছে এ ওয়ান ক্লাব । প্রতিবছরেই তাদের পুজো প্যান্ডেলে নানান সচেতনতামূলক কর্মসূচি হয়ে থাকে তাছাড়া সচেতনতার প্রচার চলে যাদের মধ্যে উল্লেখযোগ্য বাল্যবিবাহ বনসৃজন পরিবেশ দূষণ পথ নিরাপত্তা জল অপচয় বন্ধ ডাইনি প্রথা সহ বিভিন্ন সমাজ সচেতন মূলক কর্মসূচি পালন করে থাকে এই ক্লাব বলে জানালেন ক্লাবের সম্পাদক সুব্রত চক্রবর্তী এ বছর বিভিন্ন কর্মসূচির মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও এলাকার দুস্থ মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে বলেও তিনি জানান তাছাড়া যাত্রা সহ চার দিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। যাত্রাপালার নাম “এ কেমন সভ্য সমাজ” অনুষ্ঠিত হবে, ভাইফোঁটার পরদিন রাত্রি ৮ ঘটিকায়।