পাকা রাস্তা তৈরী ও পুকুর খনন কাজের শুভ সূচনা,রাজনগরের ভবানীপুর অঞ্চলে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:: রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের কানমোড়া গ্রামে পাকা রাস্তা তৈরি ও পুকুর খনন কাজের শুভসূচনা করা হয় শুক্রবার। জানা যায় যে,ভবানীপুর অঞ্চলের কানমোড়া থেকে ধবনা হয়ে মহিসাগ্রাম পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পাকা রাস্তা তৈরির কাজের সূচনা করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। পাশাপাশি এই গ্রামেই একটি সেচপুকুর খনন কাজেরও সূচনা করেন তিনি। রাস্তাটি তৈরি করতে খরচ হবে প্রায় চার কোটি ৩২ লক্ষ টাকা এবং ২৬ লক্ষ টাকা ব্যয়ে পুকুরটি খনন করা হবে বলে জানা যায়। এক সাক্ষাৎকারে রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানিয়েছেন যে, কানমোড়া থেকে মহিষাগ্রাম পর্যন্ত একটি পাকা রাস্তার জন্য এলাকার মানুষের খুবই চাহিদা ছিল। যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই রাস্তাটি তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয় ।পাশাপাশি এই গ্রাম এলাকার চাষিরা যাতে পুকুর থেকে সেচ ব্যবস্থার মাধ্যমে চাষাবাদ করতে পারেন সে জন্যই একটি পুকুর খননেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এদিনের অনুষ্ঠানে পূর্ত কর্মাধ্যক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রানা প্রতাপ রায়, ইলিয়াস খান, মৃণাল কান্তি সাহা, শান্তিরাম চক্রবর্তী,গোপীনাথ মন্ডল, সেখ দিলখুস,সেখ ইস্তাহার,জহিরউদ্দিন খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস্তা তৈরি ও পুকুর খনন কাজের শুভ সূচনা ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।