পাড়ায় সমাধান প্রকল্পের কাজের সূচনায় মহকুমা শাসক
সেখ সামসুদ্দিন, ১৪ নভেম্বরঃ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে প্রথম কাজের সূচনা করা হয়। সূচনা করেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ। মেমারি পৌর এলাকায় ১০ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লী দুর্গা মণ্ডপের সামনে বয়স্ক মানুষদের সকাল সন্ধ্যায় বসার জায়গা নির্মাণ কাজের সূচনায় মহকুমা শাসক নারিকেল ফাটিয়ে ইট বসিয়ে সূচনা করেন। আনুমানিক ব্যয় ১৯৯১১টাকা। পরবর্তীতে মাথার উপর আচ্ছাদন করা হবে বলে জানান চেয়ারম্যান। তিনি শহরে পাইপলাইনের কাজের জন্য রাস্তা খননে সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্য এলাকার নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় প্লাস্টিক ব্যবহার কমাতে আহ্বান জানান। মহকুমা শাসক পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আপনাদের সিদ্ধান্তেই পাড়ায় পাড়ায় যে কাজ হচ্ছে বা হবে তার ব্যবহারে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
