খায়রুল আনাম,
বীরভূম : শেখ রফিকুল (৩৫) নামে মুরারইয়ের পাথর খাদানের এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রহস্য তৈরী হয়েছে। ওই শ্রমিক তার বনরামপুর গ্রামের বাড়িতে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।