পিএফ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান বীরভূম জেলা শাসকের নিকট

Spread the love

পিএফ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান বীরভূম জেলা শাসকের নিকট

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জাতীয় কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিইউসি অনুমোদিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেসের পক্ষ দীর্ঘদিন যাবৎ তাদের কয়েক দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান অব্যাহত।অনুরূপ আজ ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার সিউড়ি পৌর মজদুর কংগ্রেসর পক্ষ থেকে সিউড়ি পৌর অফিসে পিএফ এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।এরপর সভা শেষে বীরভূম জেলা শাসকের নিকট সিউড়ি পৌরসভার অস্থায়ী শ্রমিকদের পিএফ চালু করার জন্য পুনরায় ডেপুটেশন প্রদান করা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং যাহাতে পিএফ চালু হয় তারজন্য হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করা হয়।ইউনিয়নের সভাপতি মৃণাল বসু সহ ৫ জন প্রতিনিধি জেলা শাসকের নিকট স্মারকলিপি জমা দেন।জেলা শাসক আশ্বাস দেন যাহাতে শ্রমিকরা পিএফ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।সংগঠনের বক্তব্য যে, সিউড়ি পৌরসভা ৪২ জনকে পিএফ দেয় অথচ বাকিদের ক্ষেত্রে তা লাগু করছে না। অথচ দুর্গাপুর, আসানসোল, বিষ্ণুপুর ও জেলার মধ্যে সাঁইথিয়া পৌরসভা এলাকায় পিএফ চালু হয়ে গেছে। কিছুদিন পর পৌরসভার যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা অবসর গ্রহণ করবে তখন তাদের সংসার চলবে কিভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *