পুজোর আগে স্বনির্ভর হতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো হরিত কৃষি নিধি লিমিটেড।
শুভ ঘোষ,
বাঙালি শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব।এই দুর্গা পূজার সময় শুধুমাত্র ত্রিলোতমা বা অন্যান্য শহরতলীর বাসিন্দারা সাজগোজ করবে আর গ্রামাঞ্চলের মানুষজন পিছিয়ে থাকবে তা সম্ভব নয় তাই ২০২৩ সালে দূর্গা পূজার প্রাক্কালে ৯ই অক্টোবর হাঁড়িত কৃষি নিধি লিমিটেডের পক্ষ থেকে গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মহিলাদের সাহায্যে এবং তাদের স্বনির্ভর করতে কলকাতার টালিগঞ্জের হেড অফিসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হুগলি,মেদিনীপুর,ও সুন্দরবনের মহিলাদের প্রায় ২০ জন মহিলাকে লোন দিয়েছে মোট ৪ লক্ষ টাকা। এই অনুষ্ঠান উপলক্ষে একটা প্রেস কনফারেন্সর আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারিট কৃষি নিধি লিমিটেডের চেয়ারপারসেন তুষার ভঞ্জ মহাশয়।কলকাতা,ওড়িশা, আসাম এবং ত্রিপুরার এই সংস্থার পক্ষ থেকে কুটির শিল্প বাণিজ্য জন্য ঋণ দেওয়ার পরিকল্পনা চলছে।