পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা শিবির হলো বনহুগলীতে
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, বনহুগলী, দক্ষিণ ২৪ পরগণা-:
ইণ্টারনেটের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে নিত্যনতুন আঙ্গিকে বেড়েই চলেছে সাইবার সংক্রান্ত অপরাধ। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের উঁচু তলার মানুষরা সাইবার অপরাধীদের হাত থেকে রেহাই পাচ্ছেনা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
সেই লক্ষ্যে গত ১৬ ই নভেম্বর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের লেফটেন্যান্ট কমিশনারের নির্দেশে এবং বরানগর থানার ওসি অতীশ চ্যাটার্জ্জীর উদ্যোগে ও বনহুগলীর যুবক সংঘের সক্রিয় সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৫০ জন স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বরানগর থানার সাব ইন্সপেক্টর সমীরণ দাস, মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রিঙ্কু ঘোষ, বরানগর থানার সাইবার বন্ধু সহ ক্লাবের সম্পাদক ও অন্যান্য সদস্যরা।
শিবিরে পুলিশের পক্ষ থেকে ভাড়াটে যাচাইকরণ সমস্যা, মানব পাচার, সেফ ড্রাইভ ও সেভ লাইফ, মাদক দ্রব্যের অপব্যবহার সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা ও আইনি নির্দেশিকা সম্পর্কে অবহিত করা হয়। উপস্থিত ব্যক্তিদের পক্ষ থেকে পুলিশের কাছে বেশ কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়। পুলিশ আধিকারিকরা হাসিমুখে তাদের প্রশ্নের জবাব দেন এবং সাইবার সংক্রান্ত অপরাধ দমন করার জন্য সবার সহযোগিতা প্রার্থনা করেন। সাইবার সংক্রান্ত যেকোনো সমস্যায় স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং আয়োজক ক্লাবের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়। এই ধরনের শিবিরের আয়োজন করার জন্য স্থানীয়রা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
