পূর্ব বর্ধমানে শহীদ তীর্থের উদ্বোধন
সেখ সামসুদ্দিন ও গোপাল চক্রবর্তী ১০ আগস্টঃ ১০ আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর প্রাক আতৎসর্গ দিবসে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পূর্ব খাপুর বামুন পাড়া গ্রামে বিপ্লবী ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির উন্মোচন করেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তিনি তার ভাষণে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের অক্লান্ত অবদান ও ভূমিকার কথা বলেন। তিনি সাম্প্রতিক সময়ের দেশে বিভিন্ন অঞ্চলে বাঙালিদের অপমান ও অবজ্ঞার তীব্র নিন্দা করেন। তিনি বিপ্লবী বসন্ত বিশ্বাসের এবং ক্ষুদিরাম বসুর জীবনী সম্পর্কে বিস্তারিত বলেন। বিশেষ অতিথির ভাষণে প্রফুল্ল চাকীর নাতি সুব্রত চাকী এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ মল্লিকের পুত্র বিশিষ্ট সমাজসেবী ডাক্তার দেবপ্রিয় মল্লিক ভাষণে বলেন এই ভাবে আমরা বাংলার সমস্ত বিপ্লবীদের নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করবো। তিনি আরও জানান ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাম্রলিপ্ত জাতীয় সরকার (১৯৪২)এর অন্যতম প্রতিষ্ঠাতা শক্তিপদ মল্লিকের অপরিসীম অবদানের কথা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী পরিবারের সদস্য তরুণ বিশ্বাস, পরিমল সেনগুপ্ত, কৌশিক দত্ত গুপ্ত, মিঠু চক্রবর্তী, সুবীর কুন্ডু, অধীশ ভট্টাচার্য্য, পূরবী সেন, মিতালী সরকার, রমা রায়, সানিকা চাকী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।