প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা অশোক মুখার্জির স্মরণসভা,খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের একদা ব্লক সভাপতি ছিলেন অশোক মুখার্জি। ২০১৪ সালের ১৬ই আগষ্ট নিজ গ্রাম পাঁচড়া হাটতলায় বাজার করতে বেরিয়ে দুস্কৃতিদের গুলিতে নিহত হন। সেই থেকে প্রতি বছর প্রয়াত অশোক মুখার্জির স্মরণসভা পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেরূপ এদিন ১৬ ই আগষ্ট শনিবার খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের নবনির্মিত দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যের মাধ্যমে প্রয়াত অশোক মুখার্জির রাজনৈতিক জীবনবৃত্তান্ত তুলে ধরেন। পাশাপাশি আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে সমবেত হয়ে দলের প্রার্থী কে এলাকা থেকে জিতিয়ে আনাই হবে প্রয়াত অশোক মুখার্জীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এটাই হোক আজকের সংকল্প বলে ব্যক্ত করেন। এদিন স্মরণসভায়
উপস্থিত ছিলেন প্রয়াত অশোক মুখার্জির ভাই রজত মুখার্জী,খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। এছাড়াও ছিলেন বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ জয়নাল, ব্লক তৃণমূল নেতৃত্ব তরুণ তপন ব্যানার্জি,তৃনমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী , অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ মন্ডল সহ অন্যান্য তৃনমূল কংগ্রেস নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকেরা।