প্রয়াত তৃণমূল নেতার স্মরণে ব্লক কমিটি
সেখ সামসুদ্দিন, ৩১ডিসেম্বরঃ তিন বছর হয়ে গেল বেরুগ্রাম অঞ্চল তথা জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় নেতা শেখ মবিন হঠাৎই নিজের জমিতে কাজ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আজকের দিনেই তিনি মারা যান। তারপর থেকে আজকের এই দিনটিতে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে শেখ মবিনের স্মরণ সভা করা হয়। সেইভাবেই আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক তৃণমূল পার্টি অফিসে শ্রদ্ধার সঙ্গে শেখ মবিনকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান উপ প্রধান সহ শেখ মবিনের সর্বক্ষণের ছায়া সঙ্গী সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। মেহেমুদ খান বলেন শেখ মবিন একজন অত্যন্ত সক্রিয় দলীয় নেতা ছিলেন। সিপিআইএমের সময় তাঁর লড়াই ভোলবার নয়। তাঁর মৃত্যু দলের কাছে এক অপূরণীয় ক্ষতি।