প্রয়াত সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ দাসের স্মৃতিতে রক্তদান শিবির
। সাধন মন্ডল বাঁকুড়া:—-জঙ্গলমহল এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক ডাক্তার বিবেকানন্দ দাশ আজ থেকে চার বছর আগে আজকের দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার স্মৃতিতে আজ চার বছর ধরে রক্তদান শিবির আয়োজন করে থাকেন তার পরিবার ও তার হাতে গড়া বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মডেল স্কুলের স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আজ সকালে প্রয়াত বিবেকানন্দ দাখিল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক, বিশিষ্ট সমাজসেবী গৌতম বিশ্বাস, মটগোদা গ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দত্ত, উপপ্রধান সত্য মল্ল , রায়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল, বিশিষ্ট শিক্ষক শংকরী প্রসাদ কর বিশিষ্ট সমাজসেবী দীপক মন্ডল।মন্ডল কুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন মন্ডল। রক্তদান শিবিরে ৩৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তগুলি সংগ্রহ করে খাতড়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুলের সভাপতি তথা ডাক্তার বিবেকানন্দ দাশের পিতা অজিত দাস বলেন আজ আমাদের পরিবারের কাছে খুব দুঃখের দিন বাবা হয়ে ছেলের স্মরণ সভা করতে হচ্ছে বিধাতার খেলায়। এলাকার মানুষের সহযোগিতায় আমার ছেলের স্বপ্নগুলোকে সফল করার চেষ্টা করছি মাত্র। বিভিন্ন সমাজ সেবার মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছিল সেগুলি কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করছি তাই এই রক্তদান শিবিরের আয়োজন। আজকের এই অনুষ্ঠান সফল করতে যারা উপস্থিত হয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।। অনুষ্ঠানটি সফল করতে তার এই প্রিয় মটগোদা মহামিলন সংঘ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সর্বতোভাবে সহযোগিতা করেছে।