প্রাথমিকের পর এসএসসি কান্ডে অডিও-ভিডিও ক্লিপ সিবিআইয়ের হাতে,উৎস জানতে চাইলো আদালত 

Spread the love

প্রাথমিকের পর এসএসসি কান্ডে অডিও-ভিডিও ক্লিপ সিবিআইয়ের হাতে,উৎস জানতে চাইলো আদালত 

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার কলকাতার আলিপুর আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে  নতুন একটি অডিয়ো-ভিডিয়ো ক্লিপ সিবিআইয়ের হাতে এসেছে বলে শুনানি পর্বে উঠে এলো। জানা গেছে, অডিয়ো-ভিডিয়ো ক্লিপটিতে পাঁচ জনের কণ্ঠস্বর মিলেছে। সেই সূত্র ধরেই পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।এর আগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র একটি অডিয়ো ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছিল।সেটি ছিল প্রাথমিক নিয়োগ মামলা সংক্রান্ত। তবে এবার এসএসসি নিয়োগ তদন্তে একটি অডিয়ো-ভিডিয়ো ক্লিপ হাতে এসেছে কেন্দ্রীয়  তদন্তকারীদের। তবে এই অডিয়ো-ভিডিয়ো ক্লিপটি তাঁরা কোথা থেকে পেয়েছেন? তা প্রকাশ্যে জানাতে নারাজ সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারীরা জানাচ্ছেন -‘ ক্লিপটিতে এসএসসি মামলার সঙ্গে জড়িত পাঁচ জনের অডিয়ো পাওয়া গিয়েছে ‘। সেই সূত্রে ধরেই সুবীরেশ ভট্টাচার্য, পর্ণা বোস, নিলাদ্রী দাস, সমরজিৎ আচার্য এবং পঙ্কজ বনসল— এই পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিবিআই । তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আলিপুর আদালেত আবেদন জানিয়েছে সিবিআই। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের উদ্দেশে আলিপুর আদালতের  বিচারক বলেন, -‘সবাইকে না জানালেও আদালতকে ‘ গোপনীয় নোট’ দিয়ে ওই অডিয়ো-ভিডিয়োর উৎস সম্পর্কে জানাতে হবে’। এখন দেখার সিবিআই আদালত কে কি জানায়? এবং পরবর্তীতে অভিযুক্তদের আইনজীবীরা এই অডিও ভিডিও  কন্ঠস্বর নিয়ে সওয়াল-জবাবে কি জানান? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *