ফুটবল টুর্নামেন্টে জয়ী হাসান এন্টারপ্রাইজ

Spread the love

ভাতারের এরুয়ারে প্রভাবতী দেবী স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের রবিবার বিকেল চারটে 30 মিনিটে অনুষ্ঠিত হল, খেলায় জয় লাভ করল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর। খেলা দেখতে মাঠে উপস্থিত বিধায়ক।

ভাতারের এরুয়ার প্রভাবতী দেবী স্মৃতি কাপ ২০২৪ সালের নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেছিল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর বনাম জৌগ্রাম একাডেম ।

এই খেলায় এক গোলে জয়লাভ করল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর।

খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভারত জয়ী ফুটবলার রবি হাঁসদা, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিক।
এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এই খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন।

হাসান এন্টারপ্রাইজ বক্সিনগরের কোচ শেখ রাজেশ জানান যে মাঠের দর্শকদের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে ।পাশাপাশি দুইদলের প্লেয়াররা সুন্দর একটি ম্যাচ উপহার দিল আজ দর্শকদের।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *