বইটির সাফল্য উদযাপন: ‘Lucky You’ – Suresh G. Bharwani রচিত এক অনুপ্রেরণামূলক যাত্রা

Spread the love

বইটির সাফল্য উদযাপন: ‘Lucky You’ – Suresh G. Bharwani রচিত এক অনুপ্রেরণামূলক যাত্রা

বিশিষ্ট লেখক, উদ্যোক্তা ও শিক্ষাবিদ সুরেশ জি ভার্বানী রচিত ‘Lucky You’ বইটি পাঠক মহলে অভূতপূর্ব সাড়া ফেলেছে। আত্ম-উন্নয়ন ও ইতিবাচক চিন্তাধারার উপর ভিত্তি করে লেখা এই বইটি ইতিমধ্যেই হাজার হাজার পাঠকের জীবনকে স্পর্শ করেছে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে‘Lucky You’ একটি আত্ম-পর্যালোচনার ওয়ার্কবুক, যা পাঠকদের নিজেদের জীবনের সৌভাগ্য ও সম্ভাবনাকে আবিষ্কার করতে সহায়তা করে। বইটিতে লেখক বাস্তব অভিজ্ঞতা, অনুপ্রেরণামূলক বার্তা এবং ব্যবহারিক কৌশলের মাধ্যমে দেখিয়েছেন কীভাবে একজন ব্যক্তি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন।

এই বইয়ের সাফল্য উপলক্ষে ১৪ অক্টোবর কলকাতার জি ডি বিড়লা সভাঘরে “Lucky You – সাফল্যের উৎসব” নামক এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সুরেশ জি ভারওয়ানি।- লেখক।- লাকি ইউ বুক ছাড়াও জেটকিং কলকাতার প্রধান রাজশ্রী চক্রবর্তী ,
অখিলেশ ভার্মা-জেটকিং অল ইন্ডিয়া প্লেসমেন্টের হেড। সচিদানন্দ সিং ও মমতা সিং ধানবাদ ব্যবসায়িক অংশীদার,
প্রাক্তন ছাত্র- উইপ্রোতে কর্মরত স্বয়ম চক্রবর্তী এবং
অরূপ ঘোষ প্রাক্তন ছাত্র ও শিজিতে কর্মরত সংবিত দত্ত প্রাক্তন ছাত্র ও কগনিজেন্টে কর্মরত , সোনু কুমার রায়- প্রাক্তন ছাত্র ও কগনিজেন্টে কর্মরত , ফৌজিয়া রহমান প্রাক্তন ছাত্রী ও ক্যাপজেমিনিতে কর্মরতা জয়শ্রী ঘোড়াই- প্রাক্তন ছাত্র ও উইপ্রোতে কর্মরত,
রাজেশ শ ভারপ্রাপ্ত শিক্ষক- সালকিয়া বিক্রম বিদ্যালয়, হাসান বিশ্বাস ভারপ্রাপ্ত শিক্ষক- পদ্দাপুকুর ইনস্টিটিউশন, দেবযানী দে- ভারপ্রাপ্ত শিক্ষিকা- নেতাজি নগর বিদ্যামন্দির
সহ সাহিত্যপ্রেমী, এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুরেশ জি ভার্বানী
বলেন, “আমি এই বইটি লিখেছি মানুষকে মনে করিয়ে দিতে যে ভাগ্য কোনো বাইরের বিষয় নয়—এটি আমাদের চিন্তা, মনোভাব এবং কর্মের ফল। পাঠকদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি অভিভূত।”

সুরেশ জি ভার্বানী একজন স্বনামধন্য চিন্তানায়ক, উদ্যোক্তা ও অনুপ্রেরণাদায়ক বক্তা। তিনি বহু বছর ধরে মানুষের ক্ষমতায়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে চলেছেন।

‘Lucky You’ বইটি এখন দেশের বিভিন্ন বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *