বঙ্গদিশারী শারদ সম্মান ২০২৫
দীপঙ্কর সমাদ্দার,
গোটা একটা বছর অপেক্ষার পর মা আসেন এই মর্তলোকে। আপামোর বাঙালির জীবন সেজে ওঠে রঙিন আলোয়। তেমনি বিভিন্ন উপকরণে সেজে ওঠে পূজা প্যান্ডেল গুলি। সৌন্দর্য, নৈপুণ্য, দক্ষতা আর ভালোবাসা রুপ পায় প্যান্ডেলে প্যান্ডেলে। আর তাদেরকেই উৎসাহ দিতে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদানের প্রচলন হয়ে আসছে কয়েক বছর ধরে। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের উপরেও বিশেষ পুরস্কার এর ব্যবস্থা করেছে এস এস নিউজ ওয়ান। তাদেরকে সহযোগিতা করছে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, বাংলার খবরাখবর, দুরন্ত বাংলা ও অন্যান্য দৈনিক পত্রিকা এবং ডিজিটাল সংবাদ মাধ্যম। কলকাতা ও তার লাগোয়া শহরতলী বরানগর, আড়িয়াদহ, দক্ষিণেশ্বর, বালির বিভিন্ন পূজা মন্ডপগুলিতে পরিক্রমা করার পর তারা প্রায় ১৫ টি পুজো কমিটির সদস্যদের হাতে তুলে দেন “বঙ্গদিশারী শারদ সম্মান- ২০২৫”। পরিক্রমায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য পূজা কমিটি গুলির মধ্যে রয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব, ন-পাড়া দাদাভাই সংঘ, নেতাজি কলোনী লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসব সমিতি,বেলুড় ভট্টাচার্য বাড়ি দুর্গাপুজো, বেলুড় মৈত্রী সংঘ,মল্লিক কলোনি দুর্গোৎসব কমিটি, বরানগর কাশফুল মহিলাবৃন্দ, বরানগর ছাত্র সম্মিলনী, নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব, দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি, গীতাঞ্জলি পার্ক আবাসিক কল্যাণ সমিতি, শ্রীরাম গার্ডেন ওনার অ্যাসোসিয়েশন দুর্গাপুজো, শ্রীপল্লী দুর্গোৎসব সমিতি, শ্রী শ্রী বালানন্দ যুগল মন্দির আশ্রম। বিচারক মন্ডলী এবং অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আচার্য ডঃ গোপাল ক্ষেত্রী, সাধিকা ও বিশিষ্ট গায়িকা মুনমুন মুখার্জি,বিধানসভার চিত্র-সাংবাদিক শ্রী সুবল সাহা, সঞ্চালিকা শ্রীমতি অদ্রিজা মজুমদার, বিশিষ্ট সঞ্চালক ও কৌতুক শিল্পী শ্রী উৎপল ঘোষ, খুদে সংগীতশিল্পী লুকোচুরি ঘোষ, বিশিষ্ট টেলিফিল্ম অভিনেতা গোপাল কর,ফটোগ্রাফার বিউটি সাহা, রিপোর্টার শম্পা দাস, ভিডিওগ্রাফার শ্রীযুক্ত প্রসূন ভট্টাচার্য ও মন্টু বেড়া। অত্যন্ত আন্তরিকতা এবং উৎসাহের সঙ্গে পূজা কমিটি গুলি এই সম্মান গ্রহণ করেছে, এবং বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করেছে। বিগত সাত বছরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা মন্ডলী সদস্য দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। চ্যানেলের সম্পাদক সুবল সাহা অংশগ্রহণকারী পূজা কমিটি গুলিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে কমিটিগুলির আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসায় আগামী পুজো পরিক্রমায় নতুন পরিকল্পনার সূচনা হয়। সকলের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এর মধ্য দিয়ে আগামী বছর গুলিতে পরিক্রমা আরো সুন্দরভাবে বলে আশা রাখছেন তিনি।