বড়বাজার অগ্নিকান্ডে হোটেল মালিক ও ম্যানেজারের ৮ দিনের পুলিশি হেফাজত

Spread the love

 বড়বাজার অগ্নিকান্ডে হোটেল মালিক ও ম্যানেজারের ৮ দিনের পুলিশি হেফাজত

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় বড়বাজার অগ্নিকাণ্ডে হোটেল মালিক ও ম্যানেজার কে।এদিন ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক আকাশ চাওলা ও হোটেলের ম্যানেজার গৌরভ কাপুরকে গ্রেফতার করে  জোড়াসাঁকো থানার পুলিশ। দু’জনকেই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । এদিন সকালে পুলিশ তাদের গ্রেফতার করেছে। দুজনের বিরুদ্ধেই একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়।বৃহস্পতিবার দুজনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে হোটেল মালিক ও ম্যানেজারকে ৮ই মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির ‘ঋতুরাজ হোটেলে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১৪ জনের। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে এই ঘিঞ্জি এলাকার হোটেলে  পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জন ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান, আর একজন প্রাণ বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারান। এই ঘটনার জেরে উঠছে একাধিক প্রশ্ন । ছিল কি অগ্নিনির্বাপণ ব্যবস্থা? কেন এত সংখ্যক মানুষ আটকে পড়লেন একটি হোটেলে, যেখানে একটিমাত্র সিঁড়ি দিয়ে ওঠানামা সম্ভব?হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। ১৪ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুর। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়।ঘটনার পর থেকেই হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরভ কাপুর পলাতক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন জায়গায় হানা দিয়েও তাদের নাগাল পাওয়া যাচ্ছিল না।  অবশেষে এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কলকাতার এক এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ।তদন্তে গতি আনতে এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এজন্য তাদের হেফাজতে নিয়ে দীর্ঘক্ষণ জেরা করার পরিকল্পনা রয়েছে। দুজনের বিরুদ্ধেই একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। বৃহস্পতিবার দুজনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে হোটেল মালিক ও ম্যানেজারকে ৮ই মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *