দীর্ঘ এক বছর চার মাস পর মঙ্গলকোটের নতুনহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের তালা খুললেন বিধায়ক কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো।
কর্মীদের মনোমালিন্যের জন্য দীর্ঘ এক বছর চার মাস নতুন হাটের দলীয় কার্যালয়ে তালা লাগানো।
প্রশাসন পুলিশি নজরদারি চালিয়েছিল দলীয় কার্যালয়ে।
কোন অশান্তি যাতে না ঘটে সেদিকে করা নজরদারি ছিল পুলিশের।
আজ মিষ্টিমুখ ও বিধায়ক কে মাল্য দানের মাধ্যমে এই দলীয় কার্যালয় খোলা হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার,
এছাড়াও উপস্থিত ছিলেন মেহবুব চৌধুরী, মুন্সি রেজাউল হক, রহিম মল্লিক, মিহির ঘোষ, বিকাশ চৌধুরী, বুদ্ধদেব বারুই, লাল্টু শেখ সহ মঙ্গলকোট ব্লকের সমস্ত নেতৃত্ব।
বিধায়ক সকলকে একসাথে চলার বার্তা দেন।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জানাই কর্মীদের।
শান্ত সরকার কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলকে একসঙ্গে চলতে হবে কোন দ্বন্দ্ব নয়।
সব মিলিয়ে আজ দলীয় কার্যালয় খুলতেই কর্মীদের উৎসাহ চোখে পড়ার মতো।
মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।