সুরজ প্রসাদ,
লক টাউনের প্রথম দিক থেকেই গরিব মানুষের সেবায় গুরুদুয়ারা কর্তৃপক্ষ প্রতিদিন শতাধিক মানুষের খাবার খাবার দেয়া শুরু করেছিল তার 101 তম দিন পূর্ণ হল গুরুদুয়ারা কর্তৃপক্ষ জানিয়েছে এই দীর্ঘ লকডাউন দুস্থ মানুষের সেবা হতে পেরে তারা কৃতার্থ এই দীর্ঘ পথ চলায় তারা অনেক মানুষের সহযোগিতা পেয়েছেন গুরুদুয়ারা থেকে প্রতিদিন দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে 7 জুলাই তার 101 তম দিন পূর্ণ হলে হল আগামী দুদিন ও গুরুদোয়ারা থেকে এই খাবার পরিবেশন করা হবে তবে সেগুলি গুরুদুয়ারা কমিটির সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হবে আজি গুরুদুয়ারা কর্তৃপক্ষ থেকে খাবার পরিবেশনের শেষদিন ছিল তাই এর খাবার মেনু তো বিশেষ কয়েকটি পদ যোগ করা হয়েছিল সংকটের মুহূর্তে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ও অসম ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে খাবার পরিবেশন করতে পেরে ও শহরের মানুষ ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ কেউ পাশে চেয়েছেন বলে জানিয়েছেন তার