সেখ রতন,
আজ বিশ্ব হুল দিবস । সারা রাজ্যের সাথে সাথে বর্ধমান দু’নম্বর ব্লকে পালিত হল 165 তম বিশ্ব হুল দিবস। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব বর্ধমান জেলার আদিবাসী কল্যাণ দপ্তর পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদ ও বর্ধমান 2 পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সমস্ত কিছু স্বাস্থ্যবিধি মেনে পালিত হলো বিশ্ব হুল দিবস। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু , উত্তরের বিধায়ক নিশীথ মালিক, পূর্ব বর্ধমান জেলাশাসক বিজয় ভারতী,অতিরিক্ত জেলা শাসক সাধারণ অরিন্দম নিয়োগী, সহ জেলা প্রশাসনের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন,পাশাপাশি এদিন বিশ্ব হুল দিবসকে কেন্দ্র করে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।